ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি

ফেনী প্রতিনিধি
ফেনীতে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। এখনো পানিবন্দি রয়েছে লাখো মানুষ। তবে প্লাবিত বিভিন্ন এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি। বন্যার সময় যারা বাড়ি-ঘর ছেড়েছেন, তারা বাড়িতে ফেরা শুরু করেছেন।

বাড়ি ফেরা মানুষরা জানান, তাদের সাজানো সংসারের সব কিছু বন্যা ধ্বংস করে দিয়েছে। কারো বাড়িতেই বর্তমানে কোনো ফার্নিচার ও ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবহার উপযোগী নেই। বাড়ির কোনো লেপ-তোষকও আর ব্যবহার করা যাবে না।

এখনো শহরের মধুপুর পানিতে তলিয়ে আছে। সদর উপজেলার মোটবি, শর্শদি, ধলিয়া, পাঁচগাছিয়া, ফাজিলপুর, ধর্মপুর ও ফরহাদ নগরের বিভিন্ন গ্রামের মানুষ এখনো পানিবন্দি রয়েছে। দাগনভূঞার পূর্বচন্দ্রপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ পানিবন্দি থেকে এখনো মুক্তি পায়নি। অন্যান্য উপজেলার নিম্নাঞ্চল এখনো পানির নিচে রয়েছে।
ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, বন্যায় জেলার বিভিন্ন স্থান থেকে ২৩ জনের মরদেহ পাওয়া গেছে। তারা বন্যা চলাকালীন বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন। বন্যায় জেলার প্রায় ১০ লাখ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights