ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে
ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞার রাজাপুর, সিন্দুরপুর, পূর্ব চন্দ্রপুর, জায়লস্কর ইউনিয়ন ও সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কসহ গ্রামীণ সড়ক এখনও পানিতে তলিয়ে আছে। এসব এলাকার অধিকাংশ ঘরবাড়িতে এখনও রয়েছে পানি। শহরের মধুপুরও তলিয়ে রয়েছে পানির নিচে। এছাড়া ফেনীর বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামছে খুবই ধীর গতিতে।
বন্যার সময় যারা বাড়ি ছেড়েছেন তারা বাড়িতে ফেরা শুরু করেছেন। বাড়ি ফেরা মানুষ জানান, তাদের সাজানো সংসারের সব কিছু বন্যায় ধবংস করে দিয়েছে। কারো বাড়িতেই বর্তমানে কোন ফার্নিচার ও ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবহার উপযোগী নেই। বাড়ির কোন লেপ তোষকও আর ব্যবহার করা যাবে না।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন, বন্যায় জেলায় মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। জেলার প্রায় ১০ লাখ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন। জেলার ৮০ শতাংশ এলাকা বন্যা কবলিত হয়েছিলো।