ফের হেলিকপ্টার থেকে গাজায় খাদ্য ফেলছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, একটি আমেরিকান কার্গো বিমান গাজার উত্তরাঞ্চলে ১০ মেট্রিক টনেরও বেশি রেশন ফেলেছে।
আট মাসের বিধ্বংসী সংঘাতের পরে গাজার জনগণের মানবিক সহায়তার মারাত্মক প্রয়োজন। ইসরায়েল স্থলপথে ত্রাণ প্রবেশে বিলম্ব করায় মার্কিন যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে এটি সরবরাহের দিকে ঝুঁকেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজায় জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, গাজা উপকূল সংলগ্ন একটি অস্থায়ী জেটি দিয়ে ত্রাণ সরবরাহের পাশাপাশি যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত হেলিকপ্টার থেকে ১ হাজার ৫০ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে। সেন্টকম বলেছে, এই এয়ারড্রপগুলো একটি টেকসই প্রচেষ্টার অংশ। আমরা ফের এভাবে সরবরাহের পরিকল্পনা অব্যাহত রেখেছি।
বিডিপ্রতিদিন/কবিরুল
“এই এয়ারড্রপগুলো একটি টেকসই প্রচেষ্টার অংশ এবং আমরা ফলো-অন এরিয়াল সরবরাহের পরিকল্পনা অব্যাহত রেখেছি,”