‘ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাতকারীদের রাজত্ব করতে দেওয়া হবে না’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক বলেছেন, আজকের জনসমাবেশ প্রমাণ করে বাঞ্ছারামপুর বিএনপি এক ও অভিন্ন। কোনো অপশক্তি আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ। যারা কোনদিন বিএনপি করেনি তারা আজ ফ্যাসিস্ট সরকারের লোকজনের সাথে আতাত করে বাঞ্ছারামপুরে বিএনপি’র পকেট কমিটি করেছে। তারা নাকি বাঞ্ছারামপুরে রাজত্ব করবে, বাঞ্ছারামপুরে ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাতকারীদের রাজত্ব করতে দেওয়া হবে না।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মান্নানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রাব্বির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুক্তরাজ্যে মহিলা বিএনপির সদস্য সচিব অঞ্জনা আলম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক মতিউর রহমান জালু, অ্যাডভোকেট মীর হালিম, মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. স্বপন প্রমূখ।