বকশীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় তিন দিন (২,৩ ও ৪ সেপ্টেম্বর) ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যোবায়ের হোসেন প্রমুখ। উদ্বোধনের পর মেলার ২৪ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন জোড়দার করা, কৃষির উৎপাদন বৃদ্ধি করা, অর্থকরী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষি অর্থনীতির চাকা সচল রাখা, পরিবেশ বান্ধব ফসল চাষের লক্ষ্যে মেলাটি উদ্বোধন করা হয়।