বগুড়ায় ফেনসিডিলসহ দুই নারী আটক
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় র্যাবের অভিযানে ৭৯ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ঠেংগামারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-বগুড়া জেলার সদর উপজেলার নামাজগড় এলাকার মৃত লিটন আলীর স্ত্রী আয়েশা খাতুন (৩৬) এবং একই এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী বিথী খাতুন (৩৫)।
বরিবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে সদরের সাতমাথার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছেন দুই নারী মাদক ব্যবসায়ী। র্যাবের একটি টিম বগুড়া জেলার সদর উপজেলার ঠেংগামারা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে দুই নারী মাদক ব্যবসায়ীর কাছে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল রবিবার আসামিদেরকে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।