বন্যার্তদের জন্য ফুলপুর ও তারাকান্দায় বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা জমা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেনী ও নোয়াখালী এলাকার বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে টাকা জমা হচ্ছে। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা বিএনপির পক্ষ থেকে দুই লাখ টাকা জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেনের নিকট এসব টাকা জমা দেওয়া হয়।
এ সময় ফুলপুর তারাকান্দা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।