বরিশালে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি। এছাড়া সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করেছে।

রবিবার বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এ সিদ্বান্ত জানিয়েছেন। বরিশাল নগরীর রূপাতলী বাসি টার্মিনালে সাংবাদিক ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি। এসময় তিনি রূপাতলী বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন।

এর আগে বেলা সাড়ে ১১ টায় টার্মিনাল এলাকায় নাশকতা রোধে মিছিল করে বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। এ সময় তাদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও দেখা যায়।
মিছিল শেষে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার বলেন, গত ১৫ বছর বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণকারীরা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছে। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম। এখানে কেউ চাঁদা উত্তোলন করতে পারবে না, কেউ দিবেও না।

জিয়া সিকদার বলেন, এছাড়া ছাত্র-ছাত্রী, আমাদের ভাই-বোন কিংবা সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন তাদের মধ্যে অনেকে শহিদ হয়েছেন। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতার স্বাদ পেয়েছি। আর তাদের সম্মানে আমরা শিক্ষার্থীদের ৫০ শতাংশ ভাড়া সৌজন্য করে দিয়েছি।
আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ নগরীর যে-সব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হবে। তারা তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে রূপাতলী বাস টার্মিনাল থেকে চলাচলকারী রুটগুলোতে সকল শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।

দক্ষিণাঞ্চলের মোট ২২ টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights