বহিস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : রিপন রাজ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের, বানিয়াপাড়া ও ভাতখাওয়া গ্ৰামের মানুষেদের কে নিয়ে ফেসবুক (ভূয়া) পেজ “মিল্লাত ভায়ের সমর্থন গোষ্ঠী” আইডি থেকে খারাপ ভাষায় গালিগালাজ করায়, বিএনপির যুবনেতার বহিস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর-১ আসনের সাবেক সংসদ ও বর্তমান কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতের ছবি সম্বলিত আইডি ব্যবহার করে দুই গ্রামের জনগণের বিরুদ্ধে খারাপ ভাষায় অপপ্রচার করার করা হয় । যার প্রতিবাদে স্থানীয় বিএনপির কিছু নেতারা এই বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সদাওগর , তিনি বলেন ইউনিয়ন বিএনপি’র অন্য আরেকটি গ্রুপ যাদের সমর্থনে এ ধরনের পোস্ট করা হয়েছে । তিনি আরো বলেন , সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব, নলু মন্ডল , মিলন মন্ডল , ফর্সা তাদের উস্কানিতেই তুষার গং এ ধরনের পোস্ট করার সাহস পেয়েছে ।
কিন্তু এ বিষয়ে জানতে গেলে বিএনপি’র যুবদল নেতা তুষার সাংবাদিকদের জানান , আমি এই ফেসবুক আইডি সম্পর্কে কিছুই জানিনা । ইউনিয়ন বিএনপি’র কিছু অসাধু নেতা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা আমাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছে। আমি ভবিষ্যতে যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী তাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে।
তিনি আরো বলেন “মিল্লাত ভায়ের সমর্থন গোষ্ঠী” আইডি যে ব্যক্তির তাকে সনাক্ত করা হোক। আমাকে নিয়ে যে প্রতিবাদ মিছিল করল আমি এই মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমার উপজেলা বিএনপি’র নেতাদের কাছে আবেদন থাকবে সাংগঠনিক ভাবে যাতে ব্যবস্থা নেওয়া হয় । সত্যতা যাচাই না করে ইউনিয়ন বিএনপি উপস্থিত থেকে আমার বিরুদ্ধে এরকম অপমান ও সম্মানহানি মূলক কথা বলা হল । আমি মনে করি ইউনিয়ন বিএনপির এ ধরনের কাজ করাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অপমান করা হলো।
আমি আমাদের মাননীয় সাবেক সংসদ জামালপুর-১ রশিদুজ্জামান মিলাত সাহেবের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights