বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ, হতাশ ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেট দল ঘরের মাটিতেই টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। লাল বলের ক্রিকেটে পাকিস্তানের এমন বিপর্যয় দেখে হতাশ দেশটির অনেক সাবেক ক্রিকেটার। গত ওয়ানডে বিশ্বকাপ, এরপর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের কাছেও হেরেছে পাকিস্তান। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও জানালেন হতাশার কথা। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার শান মাসুদের দলের কঠোর সমালোচনা করেছেন।

বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন, এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।

এরপর দেশের মাটিতে সিরিজ হার নিয়ে ওয়াসিম আকরাম আরও বলেন, ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।
ঘরের মাঠে শেষ ১০ ম্যাচে জয় পায়নি পাকিস্তান। যেখানে ৪ ড্রয়ের বিপরীতে আছে ৬ হার। তার পাশাপাশি একুশ শতকে জিম্বাবুয়ে ও বাংলাদেশের পরই ঘরের মাঠে সবচেয়ে বেশিসংখ্যক ম্যাচে জয়হীন পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ের আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের সব কটিতে হেরেছিল পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights