বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে হস্তান্তর
কক্সবাজার প্রতিনিধি
সংঘর্ষ চলাকালে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে হস্তান্তর করেছে বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারে বিভিন্ন সময়ে কারাভোগ করা ৪৫ জন বাংলাদেশিকেও ফেরত দিয়েছে মিয়ানমার।
আজ রবিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডাব্লিউটিএ জেটি ঘাঁটে এই প্রক্রিয়া হয়। এসময় উভয় দেশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭ টার দিকে ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে বিজিবির নিরাপত্তায় চারটি বাসে করে বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে আসা হয়। এসময় এলাকায় পুলিশ, বিজিবি, কোস্ট গার্ডের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়।
অপরদিকে মিয়ানমারের কারাগার থেকে ছাড়া পাওয়া ৪৫ জন বাংলাদেশি পরে সকাল ১০টার দিকে বাংলাদেশে প্রবেশ করেন। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ যোগে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের এবং মিয়ানমারে কারাভোগ করা বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্য মিয়ানমারে ফেরত গিয়েছিলেন। সেবারে মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন ১৭৩ জন বাংলাদেশি। তারও আগে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে মিয়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।