বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযান

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে একটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা, সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টের জমা বই ও ইয়াবা গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বিকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানের বাবার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি, সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টের জমা বই ও টাকা উদ্ধার করা হয়। নির্ধারিত সময়ে জমা না দেওয়া একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরদার ওশানের বাবা জেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামানের বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে এ এলাকায় জেলা যুবলীগ নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. রাসেলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights