বিএনপি অফিস ভাঙচুর মামলায় ৮ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপি ও যুবদলের অফিস ভাংচুর মামলায় সাবেক জেলা পরিষদ সদস্যসহ চার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন-উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য বড়াইগ্রাম উত্তর পাড়া মহল্লার বাসিন্দা আবুল কালাম জোয়াদ্দার ও তার ছেলে তন্ময় জোয়াদ্দার, রয়না ভরট গ্রামের আব্দুর রহিম ও নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের শহিদুল ইসলাম।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গত ২৮ আগষ্ট মৌখাড়া বাজারে বিএনপি ও যুবদলের অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। পরে তারা অফিস কক্ষের ভেতর থেকে একটি মোটরসাইকেল বের করে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ মোট ৬০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। সে মামলায় এসব আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।