ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৮ বাংলাদেশি গ্রেফতার

দীপক দেবনাথ, কলকাতা

বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। সেই সাথে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সাত ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে হাঁসখালী থানার বড় চুপরিয়া এলাকায় প্রচুর সংখক বাংলাদেশি লুকিয়ে রয়েছে। এরপরই বড় চুপরিয়ায় অভিযান চালিয়ে ১৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত বাংলাদেশিদের মধ্যে ১০ জন নারী।
পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে সাত ভারতীয়কে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার হাঁসখালী পুলিশ গ্রেফতারকৃত ২৫ জনকে রানাঘাট মহকুমা আদালতে পাঠায়। বিচারক তিনজনকে পুলিশ রিমান্ড ও বাকিদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights