ভারতে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ একজন আটক

অনলাইন ডেস্ক

পাঁচটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি। সোমবার সকালে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় শহীদুল ইসলামকে (৫২) পাঁচটি স্বর্ণের বারসহ আটক করেন গঙ্গারহাট বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা। আটক শহীদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।

বিজিবি জানিয়েছে, লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধীনস্থ গঙ্গারহাট বিওপি গোপন সংবাদে জানতে পারে ফুলবাড়ি থানার গঙ্গারহাট দিয়ে স্বর্ণ পাচার হবে। কুড়িগ্রাম জেলার ওই এলাকা দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলে ভারতে স্বর্ণ পাচার করতে যায়। এসময় সীমান্ত পিলার ৯৩৯/৭ এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবিগিস নামক স্থানে শহিদুলকে আটক করলে সে মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

আরও বলা হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৬৬.৬৫ গ্রাম (৪৮ ভরি ০৯ আনা ০২ রতি ০৫ পয়েন্ট) এবং যার বর্তমান বাজারমূল্য-৬৬,৭৭,৪০৩/- (ছেষট্টি লক্ষ সাতাত্তর হাজার চারশত তিন) টাকা। আটক শহিদুলের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ফুলবাড়ি থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ কুড়িগ্রাম ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights