মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে রবিবার সন্ধ্যায় শহরের জেলা বিএনপির কার্যালয় পাশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সহ-সভাপতি আজাদ হোসেন খান,যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যেন্ত কান্ত পন্ডিত ভজন, আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু,যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, সাধারণ সম্পাদক মাসুমা খান ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডাক্তার জিয়াউর রহমানসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights