মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুতিদের হামলা

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি অস্ত্রধারী গোষ্ঠী হুতি আন্দোলন।

হুতিরা বলছে, তারা লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ ও ‘ডেসটিনি’ নামের একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের গাজায় গত অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর পাশে রয়েছে হুতিরা। ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। এরই সর্বশেষ নজির এ হামলা।
হুতিদের হামলা থেকে বাণিজ্য জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরে টহল জোরদার করেছে মার্কিন যুদ্ধজাহাজ।

লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। হুতিরা বলছে, চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র থাকা জাহাজে হামলা চালাচ্ছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এর পর থেকে ইসরায়েল গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের দাবি, হামাসের পেছনে ইন্ধন জুগিয়েছে ইরান। তবে ইরান এমন অভিযোগ অস্বীকার করেছে।

গাজা-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এতে পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়েছে। সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights