মুঠোফোন ব্যবহারে মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি নিয়ে যা জানাল গবেষণা

অনলাইন ডেস্ক
মুঠোফোন ব্যবহারের কারণে মস্তিষ্কের ক্যানসার হতে পারে—এমন ধারণা দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত এক গবেষণায় এই দাবি খারিজ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মুঠোফোন এবং মস্তিষ্কের ক্যানসারের মধ্যে কোনো সরাসরি সম্পর্কের প্রমাণ মেলেনি।

অস্ট্রেলিয়ার বিকিরণ সুরক্ষা কর্তৃপক্ষের নেতৃত্বে বিশ্বের ১০টি দেশের ১১ জন গবেষক ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে ৬৩টি গবেষণার ফল বিশ্লেষণ করেছেন। তারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে মুঠোফোন ব্যবহার করলেও মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি বাড়ে না। এমনকি যারা এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত ফোন ব্যবহার করছেন, তাদের মধ্যেও কোনো ঝুঁকি দেখা যায়নি।

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিশেষজ্ঞ মার্ক এলউডও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, মুঠোফোনের পাশাপাশি অন্যান্য রেডিও ফ্রিকোয়েন্সি যেমন টেলিভিশন, মনিটর ও রাডারের ক্ষেত্রেও একই ফল পাওয়া গেছে—কোনো অতিরিক্ত ঝুঁকি নেই। সূত্র : গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights