মোদির মন্ত্রিসভায় নেই স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর ও নারায়ণ!

নিজস্ব প্রতিবেদক

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। একইসঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রীরও শপথ নেয়ার কথা রয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে দিল্লিতে।

এনডিটিভি জানিয়েছে, মোদির এবারের মন্ত্রিসভায় বাদ পড়ছেন সাবেক মন্ত্রী স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর ও নারায়ণ রানে।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠিতে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে ১ লাখ ৬০ হাজার ভোটে হেরেছেন স্মৃতি ইরানি। মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে তিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ছিলেন। প্রায় পাঁচ বছর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার পারিবারিক দুর্গে স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন।
এছাড়া হিমাচল প্রদেশের হামিরপুর থেকে জয়ী অনুরাগ ঠাকুর এর আগে খেলাধুলা, তথ্য ও সম্প্রচার দপ্তরের দায়িত্ব সামলেছেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভার অংশ হবেন না তিনি। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী নারায়ণ রানেও এবার বাদ পড়তে চলেছেন।

জানা গেছে, বিদায়ী মন্ত্রীদের একটি বড় অংশ বহাল থাকবেন। তবে কিছু মুখ বাদ পড়তে চলেছেন।-এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights