মোরেলগঞ্জে শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজার বিরুদ্ধে শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অগ্নিসংযোগ, আওয়ামী লীগের নেতাকে স্থানীয় কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ ও আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানকে দলীয় দাপট খাটিয়ে ইউনিয়ন পরিষদে বসার সুযোগ সৃষ্টি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে এসব অভিযোগ করেন শ্রমিকদলের নেতৃবৃন্দ। দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিকদল নেতা মো. বাবুল হাওলাদার। পৌর শ্রমিক দালের সভাপতি মাসুদ খান চুন্নু, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মুকিত হোসেন রোকন, মামুন শেখ, ইলিয়াস শেখ এ সময় উপস্থিত ছিলেন।
লিখিত অভিযোগে তারা বলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দিন সুজা ও তার অনুসারীরা আওয়ামী লীগ সরকারের পতনের পরে পালিয়ে থাকা দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান মল্লিককে পাহারা দিয়ে পরিষদে বসিয়েছে। সেলিমাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষেরে পদত্যাগের পরে জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমানকে ২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চেয়ারে বসিয়েছে।
এর আগে গত ১২ আগস্ট বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ও উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুলসহ অসংখ্য নেতাকর্মী গাড়ি বহর নিয়ে মোরেলগঞ্জে ঢুকতে চাইলে দৈবজ্ঞহাটি এলাকায় সুজউদ্দিনের বাহিনী বাধা দেয়। তাদের হামলায় শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলর ২৫-৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হন। হামলাকারিরা ৫টি মোটর সাইকেল ভাঙচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।