যশোরে যবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, য
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, পিঠা উৎসব, বর্নিল পথ আল্পনা, পোস্টার প্রেজেন্টেশন ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
পরে অতিথিদের নিয়ে যবিপ্রবি উপাচার্য বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন, পিঠা উৎসবের স্টল ও পথ আল্পনা পরিদর্শন করেন। স্টলগুলোতে নানারকম বাহারী আকৃতির পিঠা প্রদর্শন করা হয়।
দুপুর একটায় যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন,‘জুলাই বিপ্লবে শহীদের রক্ত এখনও শুকিয়ে যায়নি। শহীদদের স্বপ্ন একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করে যাবো।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হোসাইন আল মামুন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, যবিপ্রবির ডিনস কমিটির আত্বায়ক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, যবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম, প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহŸায়ক রাশেদ খান উপস্থিত ছিলেন। বিকেলে একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।