রমেক হাসপাতালের জরুরি বিভাগে তালা, রোগীদের ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক, রংপুর
উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। রবিবার ঢাকা থেকে এ কর্মসূচির ডাক দিলে হাসপাতালের জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন হাসপাতালের দুই শতাধিক ইন্টার্ন চিকিৎসক।
চিকিৎসকদের কর্মবিরতির কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ ছিল। জরুরি বিভাগে আসা কিছু রোগী ভীত-সন্ত্রস্ত হয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে চলে যান। দুপুরের পর থেকে নতুন করে কোন রোগী হাসপাতালে ভর্তি হতে পারেনি। হাসপাতালের হৃদরোগ বিভাগ, আইসিইউ, নিউরো সার্জারিসহ সব বিভাগই ছিল ডাক্তার শূন্য। এতে করে করে রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েন।
মেডিসিন বিভাগে রোগীর স্বজন লালমনিরহাটের আমিনুল ইসলাম বলেন, দুপুর থেকে হাসপাতালে চিকিৎসকরা বিক্ষোভ করায় আমরা আতঙ্কিত। ওয়ার্ডে কোন চিকিৎসক নেই। নিউরো সার্জারি বিভাগে সামনে রোগীর স্বজন রংপুর নগরীর আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে কোন চিকিৎসক নেই। তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে ভাল কথা। কিন্ত রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এ কেমন আন্দোলন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান বলেন,আমরা কেন্দ্র ঘোষিত কর্মবিরতি পালন করছি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ নানা দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন
করা হয়েছে। জরুরি বিভাগের গেটে তালা মেরে আমাদের বিক্ষোভ চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আঃ মঃ আখতারুজ্জামানবলেন, হাসপাতালে জরুরি বিভাগ বন্ধ রয়েছে। সব পর্যায়ের চিকিৎসকরা এ আন্দোলনের সাথে রয়েছে। তিনি বলেন, কোন
ওয়ার্ডে চিকিৎসক নেই। সবাই আন্দোলনে। এটি সমাধান না হওয়া পর্যন্ত আমাদের করার কিছু নেই।