রাজধানীতে দুই নারীর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
রাজধানীর ডেমরা ও মতিঝিলে অজ্ঞাতনামা দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫০ ও ৬৫ বছর।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আল মাসুদ জানান, খবর পেয়ে ডেমরার মীরপাড়া কাঠপট্টি এলাকায় ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।
অন্যদিকে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং জানান, পীরজঙ্গি মাজারের সামনের ফুটপাত থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়।
হাতের আঙুলের ছাপের মাধ্যমে মৃত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
মরদেহ দুটি উদ্ধারের পর বুধবার বিকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।