রাফাহ শহরে ইসরায়েলের সর্বাত্মক আক্রমণেও নির্মূল হবে না হামাস : যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজার রাফাহ শহরে ইসরায়েলের সর্বাত্মক হামলা হামাসকে নির্মূল করবে না। বরং এটা ‘নৈরাজ্য’ উস্কে দেবে। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
আরব নিউজের খবর অনুসারে, পৃথকভাবে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার ইসরায়েলি প্রতিপক্ষ জাচি হানেগবির সাথে এক ফোনালাপে আক্রমণের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের ওপর জোর দিয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা উপদেষ্টা হানেগবি নিশ্চিত করেছেন যে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের উদ্বেগ বিবেচনায় নিচ্ছে।
রাফাহর পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে এরই মধ্যে তিন লাখ গাজাবাসী পালিয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাফাহর ওপর পূর্ণাঙ্গ হামলা অন্য যেকোনো যুদ্ধের চেয়ে সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।