শার্শায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শার্শা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শার্শা উপজেলা দলীয় কার্যালয়ে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু সদস্য মোস্তফা কামাল মিন্টু, কৃষক দলের আহ্বায়ক আমিরুল ইসলাম যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদ, রায়হানুজ্জামান দিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।