শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে গণপিটুনিতে কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক নিহতের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম সোহেল রানা। তিনি খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।