সরাইলে ছুরিকাঘাতে একজন নিহত, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ছুরিকাঘাতে লাল খা সারোয়ার (২৫) নামে এক মোটরসাইকেল মিস্ত্রী নিহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া শ্মশান রোড়ে কুমার বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত লাল খা সারোয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালাম মিয়া ছেলে। সারোয়ার একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে মিস্ত্রী হিসেবে কাজ করতেন।

আটককৃতরা হলেন সদর উপজেলার নরসিংসার গ্রামের নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৬) ও বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মোঃ আল আমিন (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জসিম উদ্দিন ও আল আমিন মোটরসাইকেল মিস্ত্রী লাল খা সারোয়ারের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা হত্যায় ব্যবহৃত ছুরিসহ জসিম উদ্দিনকে আটক করলেই আল আমিন পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে আল আমিনকে আটক করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যার সাথে জড়িত জসিম ও আল আমিন নামে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights