সহজ ম্যাচটাকে কঠিন করে ভারতের বিপক্ষে হারল পাকিস্তান

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচে ১২০ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের কাছে ৬ রানে হেরেছে পাকিস্তান।

পাকিস্তানের বোলারদের কাছে ভারতীয় ব্যাটাররা নাস্তানাবুদ হওয়ার পর (১১৯ রানে ১৯ ওভারে অলআউট হয়েছিল ভারত) অনেকেই ভেবেছিলেন পাকিস্তান সহজ জয় তুলে নেবে।

তবে বাবর আজমদের সহজ কাজটা করতে দেননি যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ আর হার্দিক পান্ডিয়ারা। তাদের তোপে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১১৩ রান। ৬ রানে হার নিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নই ফিকে হয়ে আসছে বাবরদের।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারের নাটকীয়তায় হারে বাবররা।

টানা দুই জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অনেকখানি পা বাড়িয়ে রাখলো ভারত। পাকিস্তানের কূল ডোবানোর দিনে ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন বুমরাহ। চার ওভার বল করে এই পেসার দিয়েছেন মাত্র ১৫ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৪ বলে ৩১ রান করেন তিনি। পাকিস্তানের আর কোনো ব্যাটারই ২০ রানের ঘর পেরোতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights