সাইবার ট্রাইব্যুনালে করা মামলা থেকে অব্যাহতি পেলেন লালমনিরহাটের বিএনপি নেত

নিজস্ব প্রতিবেদক, রংপুর
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা খারিজ করে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন আসাদুল হাবিব দুলু। আসামি পক্ষের আইনজীবী প্রায় ২৫ জন জামিনের আবেদন করলে শুনানি শেষে উক্ত মামলাটি খারিজ করে তাকে খালাস প্রদান করেন বিচারক ড. মো. আবদুল মজিদ।

২০২৩ সালে ১৩ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় বঙ্গবন্ধুকে নিয়ে ডিজিটাল মাধ্যম তথা ফেসবুকে ব্যঙ্গাত্মক ও কটূক্তিমূলক প্রোপাগান্ডা ও প্রচারণা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মাহাফুজ উন নবী ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights