সাফারি পার্কে এবার এক সিংহীর মৃত্যু
অনলাইন ডেস্ক
ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুই মাস অসুস্থ থাকার পর সিংহ রাসেলের মৃত্যুর ২১ দিন পর সিংহী টুম্পাও মারা গেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সিংহীটি মারা যায়। ময়নাতদন্তের পর সিংহীটির মরদেহ মাটিচাপা দেয়া হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী ও চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পার্ক সূত্রে জানা গেছে, সিংহ ‘রাসেল’ ও সিংহী ‘টুম্পা’ পরস্পর ভাই-বোন। উভয়ের জন্ম ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ২০০৭ সালে রাসেল ও ২০০৮ সালে টুম্পা জন্মগ্রহণ করে। হঠাৎ নাওয়া-খাওয়া ছেড়ে দেয় তারা। ওজন কমতে থাকে ভাই-বোনের। দ্বারস্থ হতে হয় বিশেষজ্ঞ চিকিৎসকের। শনাক্ত হয় ভাই-বোন দুজনই এনাপ্লাজমা ও বিউবমিয়া স্পিসিসে আক্রান্ত।
মঙ্গলবার সকাল ৮টায় টুম্পা মারা যাওয়ার ২১ দিন আগে মারা যায় তার ভাই রাসেল। এ নিয়ে গত এক বছরে সাতটি প্রাণী মারা গেলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।