সিকৃবিতে ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আবদুস সামাদ আজাদ হলের সিট দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. তানভীর হোসেন স্বাধীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন- সিকৃবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ইসলাম (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা) এবং আরমান হোসেনকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’
এর আগে গত রবিবার বিকালে সিকৃবির আবদুস সামাদ আজাদ হলের সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই দুই নেতা ও তাদের অনুসারীরা। এতে অন্তত ১০ জন আহত হন।

প্রসঙ্গত, গত ১০ মে রাতে সিকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার দুইদিন না পেরোতেই সংঘর্ষে জড়ায় সিকৃবি ছাত্রলীগের দুটি গ্রুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights