সিরাজগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। শনিবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকালে উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে সবাই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য রহমত কামনা করে দোয়া করেন। এ সময় মুসল্লিরা বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights