সীমানা পিলার নির্মাণ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমিতে সীমানা পিলার নির্মাণ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ ৬ জন আহত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) দুপুরে বাইপাস মোড়ের সরকারি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হল- ওই এলাকার ফারুক সিকদার (৬৮), তার ছেলে সোহাগ সিকদার (৪০), তার মেয়ে শিরিন আক্তার (৩৫) সোহাগের স্ত্রী ডলি আক্তার (৩৫) এবং অপর পক্ষের মাসুম বিল্লাহ (৬০) ও তার ছেলে রমজান (২৫)।

হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ সিকদার অভিযোগ করে জানান, বিরোধীয় জমিতে সীমানা পিলার নির্মাণ শুরু করলে ইউএনওর কাছে লিখিত দরখাস্ত দিলে ইউএনও তহশিলদারকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম বিল্লাহ, রমজান, রফিক, জাবেদ, আবিদ, অভিসহ ১০/১২ জন মিলে তাদের উপর হামলা চালিয়ে আহত করে এবং বসতঘর ক্ষতিগ্রস্ত করেছে।
হামলার অভিযোগ অস্বীকার করে মাসুম বিল্লাহর ছেলে রাকিব জানায়, তাদের জমিতে তারা সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে প্রতিপক্ষরা তাদের উপরে হামলা চালিয়ে মাসুম বিল্লাহ ও রমজানকে আহত করে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights