সুন্দরবনে আরও একটি মৃত বাঘ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের খাল থেকে আরও একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়রা বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত বাঘটি সোমবার বিকালে মোংলা পোর্ট পৌরসভার মালগাছি খালে স্থানীয় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির খবর পেয়ে বিকাল ৫টায় মৃত বাঘটি উদ্ধার করে। মৃত বাচ্চা এই বাঘটি বাঘটি পুরুষ না নারী সেটা জানাতে পারেনি এই বন কর্মকর্তা। এর আগে গত ৩০ এপ্রিল বিকালে জোংড়া টহলফাড়ির সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধরিয়া খাল থেকে একটি অর্ধগলিত বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আন্ধরিয়া খাল থেকে উদ্ধার হওয়া মৃত বাঘটির ময়না তদন্তের ভিসেরা রিপোর্ট বন বিভাগ হাতে পাওয়ার আগেই আরো একটি বাঘের মৃত্যু হলো। এনিয়ে গত দুই সপ্তাহে খাল থেকে দুটি বাঘের মৃতদেহ উদ্ধার করলো বন বিভাগ।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় ১৫ বছর বয়সের একটি পুরুষ বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রূপার খাল থেকে একটি বাঘের মরদেহ ও ২০২১ সালের ১৯ মার্চ শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে আরও একটি বাঘের মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। ময়না তদন্তের পর উদ্ধার করা এসব মৃত বাঘের চামড়া ও অঙ্গ-প্রতঙ্গ সংরক্ষণের পর সুন্দরবনের অভ্যন্তরেই মাটি চাপা দেয়া হয়। তবে, এসব মৃত বাঘের ময়না তদন্ত রিপোর্ট কখনোই বন বিভাগ প্রকাশ করে না।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, উদ্ধার করা মৃত বাঘটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে। ইতোমধ্যে বাঘটির শরীরে পচন ধরেছে, এ কারণে বাঘটি পুরুষ না নারী সেটা সনাক্ত করতে সমস্যা হচ্ছে। কি কারণে বাঘটি মারা গেছে তা জানতে ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে। মঙ্গলবার সকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রাণী সম্পদ চিকিৎসকদের দিয়ে ময়না তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights