সুবর্ণচরে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ ও দুর্নীতিমুক্ত চর ওয়াপদা ইউনিয়ন পরিষদ চেয়ে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা ও এলাকাবাসী।
১৪ আগস্ট (বুধবার) বেলা ১২টায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার থেকে একটি মিছিল বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ছাত্র জনতা সহ শত শত এলাকাবাসী।
এসময় চর ওয়াপদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান ভূইয়াসহ উপজেলা এবং সারা দেশের সকল অবৈধ চেয়ারম্যান মেম্বারদের পদত্যাগ করতে নানা স্লোগান দেন তারা। পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সমাজ সেবক ও বাজার ব্যবসায়ী আব্দুর রহিম সওদাগর, মোঃ জাকের হোসেন সৈকত, মোঃ জাবেদ, এম্বিশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক আরেজ খান নীল, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন রানা, চরকাজী মোখলেস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদ, ঢাকা মোহাম্মদপুর কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্ময়ক আজাদু্ল ইসলাম রনি প্রমুখ।
বক্তারা মান্নান চেয়ারম্যানকে পদত্যাগ করতে ১ সপ্তাহের সময় দিয়ে বলেন,চেয়ারম্যান নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্য, চালচুরি, নারী কেলেংকারী সহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে জড়িত আছে নানা অসামাজিক কর্যকলাপে তাই আমরা এই চেয়ারম্যান চাই না। শেখ হাসিনা সরকারের সময় যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচন অবৈধ। সংসদ যেহেতু ভেঙ্গে দেয়া হয়েছে তাই অবৈধ নির্বাচনে নির্বাচিত কোন চেয়ারম্যান মেম্বার কেউ তাদের কার্যক্রম চালাতে পারবেনা, সবাই অবৈধ। রাতের ভোটে, জাল ভোটে নির্বাচিতরা কখনো মানুষের চেয়ারম্যান হতে পারেনা। চর ওয়াপদার চেয়ারম্যান আব্দুল মান্নানসহ সুবর্ণচরের সকল চেয়ারম্যানকে পদত্যাগ করার দাবী জানান ছাত্র জনতা।