সুবর্ণচরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচরে উৎসব মূখর পরিবেশে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১০ জুন) সন্ধ্যা ৭ টায় সুবর্ণচর উপজেলা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

যায়যায়দিন পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বারি বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার, বিশেষ অতিথি ছিলেন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাওছার আলম ভূঁইয়া, সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহজালাল, মৎস অফিসার মোঃ ফয়জুর রহমান,সমাজ সেবা অফিসার নুর নবী, প্রথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস।

অন্যান্যদের বক্তব্য রাখেন,আমাদের নতুন সময় প্রতিনিধি মোঃ আবু্ল বাসার,মাই টিভি প্রতিনিধি আব্দুল কাইয়ুম, মোঃ হুমায়ুন কবির, মোঃ কামাল চৌধুরী, সাংবাদিক মো: ইমাম উদ্দিন সুমন, দৈনিক আজকের পত্রিকার সুবর্নচর প্রতিনিধি মোজাহিদুল ইসলাম সোহেল, কালবেলা সুবর্ণচর প্রতিনিধি দিদারুল আলম, মানবজমিন প্রতিনিধি ছানা উল্যাহ, সাংবাদিক হারুন অর রশিদ, মোঃ হানিফ, আমাদের সময় প্রতিনিধি আরিফুর রহমান, মো: আরিফ সবুজ ও সাংবাদিক ইউনুছ শিকদার প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৮৪ সাল থেকে সফিক রেহমানের হাত ধরে হাটি হাটি পা পা করে সাপ্তাহিক থেকে দৈনিক হয়ে ১৯ বছর পার করলো, গ্রামের সংবাদে গুরুত্ব বেশী দেয়ায় পত্রিকাটি পাঠকের মন জয় করতে পেরেছে।

অপরাধিদের রক্ষ চক্ষু উপেক্ষা করে অনিয়ম, দূর্নীতি, সম্ভাবনা, জনদূর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষিসহ সকল বিভাগের সংবাদ প্রকাশে পত্রিকাটি কাজ করে যাচ্ছে, অনলাইনেও পত্রিকাটি পাঠক প্রিয় হয়েছে খুব কম সময়ে। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights