সুবর্ণচরে ভুলুয়া নদীর ভাঙ্গনে নিঃস্ব শতশত পরিবার, বাঁধের দাবীতে মানববন্ধন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের জনতা বাজার ওপর দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া নদীর ভাঙ্গনে ক্রমশ ভাঙ্গছে বাড়ী ঘর, এ পর্যন্ত নদী ভাঙ্গনে ঘরবাড়ী হারিয়ে নিঃস্ব হয়েছেন শতশত পরিবার।। বেঁড়ি বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় চরজব্বর ইউনিয়নের জনতা বাজার ভুলুয়া খালের ওপর ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
বক্তারা বর্তমান অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্ঠা নোবেল বিজয়ী ডক্টর ইউনুছের দৃষ্টি আকর্ষণ করেন বলেন, ভুলুয়া নদীতে নতুন ব্লক বাঁধ নির্মাণ করে হাজার হাজার পরিবারকে বেঁচে থাকার সুযোগ করে দেন, এপর্ ভুক্তভোগী নদী ভাঙ্গনে ক্ষতি গ্রস্ত পরিবার গুলো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক পরিবহণ নেতা অলি উদ্দিন হাওলাদার ভুক্তভোগী নদী ভাঙ্গা আব্দুল হান্নান, সোহরাব হোসাইন, আমেনা বেগম, রহিমা খাতুন, আব্দুল কাদের, আব্দুল মতিন, সালেহ উদ্দিন ড্রাইভার, মাওলানা হারুন, যোবায়ের, আব্দু্ল আহাদ প্রমুখ।