সৌম্যের লজ্জার রেকর্ড

অনলাইন ডেস্ক
অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় ধরা দিলো বাংলাদেশ দলের হাতে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু’দলের সর্বশেষ সিরিজও ২-১ ব্যবধানে গেছে লঙ্কানদের পকেটে। তার ওপর বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে। আজও লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডাররা। তবে হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে শেষদিকে ধুঁকতে ধুঁকতে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে শূন্য রানে আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার। এতে বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেয়েছেন সৌম্য।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে ১৩ বার রেকর্ড শূন্য রানে আউট হয়েছেন সৌম্য। তবে সৌম্য একা নয়, আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও সমান সংখ্যকবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন।
শূন্য রানে আউট হওয়া তালিকায় দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তাই তাদেরও লজ্জার বিশ্বরেকর্ডের শঙ্কা বা সম্ভাবনা আছে।

লঙ্কানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। ধনঞ্জয়া ডি সিলভার বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন সৌম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights