স্বদেশে প্রবাসীদের হয়রানি বন্ধের আহ্বান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
বন্যার্তদের জন্য সকল প্রবাসীকে সাধ্য অনুযায়ী অর্থ-সহায়তার উদাত্ত আহ্বানের পাশাপাশি নগদ অর্থ সংগ্রহের মধ্যদিয়ে নিউইয়র্কে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হলো ২ সেপ্টেম্বর সোমবার।

নিউইয়র্ক স্টেট বিএনপির এ আয়োজনে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের নেতা-কর্মীরাও ছিলেন। উল্লেখ্য, ব্যাপক আয়োজনে এ সমাবেশের প্রস্তুতি চললেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবকিছু সংকুচিত করা হয় বন্যা দুর্গতদের কথা স্মরণ করে।

এ সমাবেশে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান। সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদি শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম দুলাল। তারা উভয়েই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
একইসাথে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যে সকলের দোয়া প্রার্থনা করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের অবদানের কথাও উল্লেখ করেন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী এবং চলমান পরিস্থিতির আলোকে কথা বলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এস আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আনিসুর রহমান, আশরাফ হোসেন, বদরুল হক আযাদ প্রমুখ।

জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন দেওয়ান কাউসার, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান এবং ওয়াহেদ আলি মন্ডল, বিএনপি নেতা কাইয়ুম, হাফিজুর রহমান পিন্টু, জাতীয়তাবাদী ফোরাম, বরিশাল বিভাগের নেতা জাফর তালুকদার, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, রুহুল আমিন, শ্রমিক দলের মোস্তফা আহমেদ, মোফাজ্জল ভূইয়া, আবুল কালাম, মোস্তফা আহমেদ, মো. মুকতার হোসেন, মিজানুর রহমান, মাহবুব আলম, আইনুল হক প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া পরিচালনা করেন মৌলনা সৈয়দ ফখরুল উদ্দিন আলমগীর। সভাপতির সমাপনী বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আকুল আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীরা ঢাকায় এয়ারপোর্টে অবতরণ করার পর যাতে কোন ধরনের হয়রানি-হেনস্তার স্বীকার না হোন সে ব্যবস্থা করতে হবে। একইভাবে স্বদেশ-স্বজনের সাথে থাকার সময় কোন ধরনের সমস্যা হলেই যেন স্থানীয় প্রশাসন সহযোগিতা দেয়। কারণ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনে প্রবাসীরাও ছিলেন একাকার।

এই সমাবেশ স্থলের নিকটেই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করে যুক্তরাষ্ট্র শ্রমিক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights