স্বৈরাচার পতনের এক মাস: গলাচিপায় ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার একমাস পূর্ণ ও কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে পটুয়াখালীর গলাচিপায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করে। এসময় কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। সেখানে শহীদদের স্বরণে বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
এছাড়া আন্দোলন চলাকালীন গণহত্যা চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে তার বিচার দাবি করে শিক্ষার্থীরা। ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে বক্তব্য রাখেন উম্মে হাবিবা ওয়াফা, মো. শাকিল খলিফা, মো. রাফিন, মো. মেহিদি হাসান রিয়ান ও মো. বাপ্পি। এতে বিভিন্ন স্কুল আর কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
বক্তব্যে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপার নিহত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম রুবেল (৩৪), আমখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিএনজি চালক মো. জাহাঙ্গীর খান (৪০), চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের ব্যবসায়ী মামুন হাওলাদার (৪০), চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের শিক্ষার্থী মো. রাসেল (১৮), ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামের শিক্ষার্থী মো. সাগর গাজী (২০) ও কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ছাত্র রাব্বি (১৩) সহ আবু সাঈদ, মুগ্ধ এবং বিভিন্ন জায়গায় নিহতের স্মরণ করেন। এছাড়াও আন্দোলনে নিহতদের হত্যার বিচার দাবি করেন তারা।
উল্লেখ্য, তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যায়।