হকি যুব এশিয়া কাপ: মালয়েশিয়ার সঙ্গে ড্র করলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শনিবার (৩০ নভেম্বর) যুব এশিয়া কাপ হকিতে ওমানের মাসকাটে মালয়েশিয়ার বিপক্ষে সমান তালে খেলেছে মওদুদুর রহমান শুভর দল। ড্র করেছে বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারে মোহাম্মদ দানিশ দানিয়েলের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় কোয়ার্টারে সমতা টানেন আমিরুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে মুহাম্মদ নুরিজামের গোলে ফের এগিয়ে যায় মালয়েশিয়া। চার মিনিট পর মোহাম্মদ হাসানের গোলে দ্বিতীয় দফায় সমতায় ফেরে বাংলাদেশ।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে হেরে যায় তারা। শেষ রাউন্ডে আজ রোববার(১ ডিসেম্বর) চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।