হলগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত ও গবেষণায় গুরুত্ব দেবো: রাবি ভিসি
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, হলগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করবো। এতে ন্যূনতম ছাড় দেবো না। গবেষণা খাতে গুরুত্ব দেবো।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগের পর গণমাধ্যমকে এই ঘোষণা দেন তিনি।
ড. নকীব বলেন, হলে যা চলেছে তা অতীত ইতিহাস। আর কেউ সেখানে পেশীশক্তি দেখাতে পারবে না। হলে সিট বাণিজ্য হবে না। কেবল বৈধ শিক্ষার্থীরাই ন্যায্যতার ভিত্তিতে হলে থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পঠনপাঠন ও গবেষণামুখী কার্যক্রমে যথাযথ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে, বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার জারিকৃত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব।