২০২৪ সালে ১৫ নারীসহ ৪ শতাধিক মৃত্যুদণ্ড করেছে ইরান

অনলাইন ডেস্ক

২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে ইরানে ১৫ জন নারীসহ ৪ শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুধু আগস্ট মাসেই অন্তত ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল।

প্যানেলটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে অনেক ক্ষেত্রে অস্বচ্ছ এবং ত্রুটিপূর্ণ বিচারপদ্ধতি অনুসরণ করে লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে। বিশেষ করে, মাদক সংক্রান্ত অপরাধের আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। এমনকি, মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া নিরপরাধ ব্যক্তিদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের দায়েও অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালের পর থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার ক্রমশ বাড়ছে। গত বছরও ইরানে ৪ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে বর্তমানে বিশ্বে শীর্ষে রয়েছে দুই দেশ— ইরান এবং চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights