অভয়নগরে বিএনপি’র কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের সর্বপ্রথম লিফলেট বিতরণ

স্টপ রিপোর্টারঃ

আমিরুল ইসলাম
যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে বিএনপির কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু করে বাজারে বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের আগে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্পষ্ট ঘোষণা সাম্য মানবিক ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ গড়ার লক্ষে বিএনপি আগামীতে কাজ করবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক নুর আলম সিদ্দীকি সোগাগ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল কবির সুমন, যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, থানা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, পৌর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, থানা বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, এস এম মুজিবুর রহমান, থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, সদস্য সচিব হারুন অর রশিদ,

পৌর যুবদলের সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক আল মামুন সোহাগ, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা, থানা ছাত্রদলের আহবায়ক নাঈম উদ্দীন বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান ইমন সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights