অভিযানের ৫ ঘণ্টা পর রসিক কাউন্সিলর শিপলুকে গ্রেফতার

শুক্রবার বিকেল ৫ টা থেকে রংপুর সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া ইসলাম শিপলুকে গ্রেফতারে তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসীর বাধার মুখে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকেল থেকে এলাকাবাসী ভিড় করে কাউন্সিলরের বাড়ির চারপাশে। অবস্থা বেগতিক দেখে কাউন্সিলের বাড়ি এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি ( তদন্ত) হোসেন আলী। এদিকে কাউন্সিলর শিপলুকে ষড়যন্ত্রমূলকভাবে আটক ও হয়রানি করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয় এলাকাবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টা থেকে ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউন্সিলর শিপলুকে গ্রেফতারের জন্য তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ ছুটে এসে কাউন্সিলরের বাড়ি ঘিরে রেখে তাকে গ্রেফতারের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। অবস্থা বেগতিক হতে থাকলে কোতয়ালী থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স ও জলকামান পাঠানো হয়। ইফতারের পর এলাকাবাসী, শিপলুর কর্মী, সমর্থকদের ভিড় বাড়তে থাকে। সিটি নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী পুলিশ দিয়ে কাউন্সিলর শিপলুকে হয়রানি করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। রাত সাড়ে ৯টায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে ওই কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন ওসি (তদন্ত ) হোসেন আলী বলেন, কাউন্সিল শিপলুর নামে ৪ টি ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights