অস্ট্রেলিয়ান ওপেনে ফের অঘটন!
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেন ফের অঘটন! মার্কিন তরুণ সেবাস্তিয়ান কোরদার কাছে ৭-৬, ৬-৩, ৭-৬ সেটে হারলেন গত দু’বারের ফাইনালিস্ট ড্যানিল মেদভেদেভ। ফলে তৃতীয় রাউন্ড থেকেই তাকে বিদায় নিতে হচ্ছে।
ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েছেন কোরদা। দ্বিতীয় সেটে মেদভেদেভকে এক বার ব্রেক করেই সেট পকেটে পুরে নেন। তৃতীয় সেটে মেদভেদেভের পুরনো খেলা দেখা যায়। কেন তিনি ক্রমতালিকার উপর দিকে তা একেকটি শটেই বুঝিয়ে দিচ্ছিলেন। কোরদাও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর জয় হয় কোরদারই।
ম্যাচের পর তিনি বলেছেন, আমি নিজের খেলা খেলতে চেয়েছিলাম। অবিশ্বাস্য একটা ম্যাচ হলো। জানতাম ওর বিরুদ্ধে খেলতে গেলে কী করতে হবে। আবেগ নিয়ন্ত্রণে রেখেছিলাম ম্যাচের সময়। তবে এখন খুব উত্তেজনা হচ্ছে।