আইআরজিসি ও হুতিদের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের আরও নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ডেপুটি কমান্ডার ও ইরান সমর্থিত হুতি সদস্যের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ইয়েমেনের হুতিরা কয়েক মাস ধরে লোহিত সাগর এলাকায় জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করে আসছে। গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য রুটকে হুমকির মুখে ফেলায় মার্কিন ও ব্রিটিশ বারবার তাদের ওপর হামলা করছে। তা সত্ত্বেও হুতিরা সাগরে জাহাজে হামলা অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডার সেক্রেটারি ফর টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রায়ান নেলসন বলেছেন, সর্বশেষ নিষেধাজ্ঞা আইআরজিসি, কুদস ফোর্স এবং ওই অঞ্চলে আরও হামলা চালানোর প্রচেষ্টাকে লক্ষ্যবস্তু করার দৃঢ়তার ওপর জোর দেওয়া হয়েছে।
কুদস ফোর্স আইআরজিসি’র শাখা যারা বিদেশি তৎপরতার দায়িত্বে নিয়োজিত। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা (আইআরজিসি) হুতি, হামাস ও হিজবুল্লাহসহ ওই অঞ্চলের অস্ত্রধারী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights