আক্রমণাত্মক ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আক্রমণাত্মক ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি এমন এক সময় এই নির্দেশ দিলেন, যখন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার গভীরতর সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার কিম ড্রোনগুলোর পরীক্ষা পর্যবেক্ষণ করেন, যেগুলো ভূমি এবং সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এই ড্রোন উত্তর কোরিয়ার আন্ডারম্যানড এয়ারিয়াল টেকনোলজি কমপ্লেক্স দ্বারা উৎপাদিত হয়েছে বলে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দ্রুত একটি সিরিয়াল উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার এবং পুরোপুরি মাস প্রোডাকশনে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এই অমানবিক ড্রোনগুলো বিস্ফোরক বহণ করতে সক্ষম এবং শত্রুর লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃতভাবে আছড়ে পড়ে, কার্যত এগুলো গাইডেড ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে।

বৃহস্পতিবারের পরীক্ষায় ড্রোনগুলো নির্ধারিত পথ অনুসরণ করে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে।

এজেন্সিটি বলেছে, যে সুইসাইড আক্রমণ ড্রোনগুলো বিভিন্ন পাল্লায় ব্যবহার করা হবে, তা ভূমি ও সমুদ্রের শত্রু লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানার মিশন সম্পন্ন করবে।

কিম বলেন, ড্রোনগুলো ছিল একটি সহজভাবে ব্যবহারযোগ্য, আঘাত করার ক্ষমতার উপাদান, কারণ এগুলোর উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম এবং এদের বিস্তৃত ব্যবহারিক পরিসর রয়েছে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া সম্প্রতি অমানবিক প্রযুক্তি সিস্টেমে উন্নয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে এবং এগুলোকে দেশের সামগ্রিক সামরিক কৌশলের সঙ্গে একীভূত করার ওপর গুরুত্ব দিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights