আক্ষেপ করে যা বললেন শাহরুখপুত্রকে গ্রেফতার করা সেই কর্মকর্তা

অনলাইন ডেস্ক

বছর দুয়েক আগে বলিউড অভিনেতা শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেন স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। দুই বছর আগের সেই ঘটনার নাকি মাসুল দিতে হচ্ছে তাকে। মুম্বাই উপকূলে ভাসমান একটি প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন এই সমীর। এবার ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে সিবিআই।

মাদক গ্রহণের অভিযোগে গ্রেফতার হন শাহরুখ-পুত্র আরিয়ান। ২২ দিন জেলে থাকতে হয় আরিয়ানকে। ২০২২-এর মে মাসে সাক্ষ্যপ্রমাণের অভাবে এনসিবি আরিয়ানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেয়। তবে সিবিআইয়ের অভিযোগ, এই ঘটনায় নাকি খান পরিবারের কাছ থেকে মোটা টাকা ঘুষ দাবি করেন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা।

জানা গেছে, আরিয়ানকে মুক্ত করতে নাকি প্রায় ২৫ কোটি রুপি চেয়ে বসেন সমীর। ভিজিল্যান্স রিপোর্টের উপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়।
সিবিআই সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তারপরই আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে সিবিআই।

শুধু তাই নয়, সম্প্রতি সমীরের বাড়িতে তল্লাশিও চালায় সিবিআই। প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। ঘটনার সময় বাড়িতে ছিলেন সমীরের স্ত্রী ও পুত্র। এরপরই নিজের প্রতিক্রিয়া জানান সমীর। তিনি বলেন, “আমি সত্যিকারের দেশপ্রেমী হওয়ার মাসুল গুনছি। তবে আমি আমৃত্যু লড়ে যাব, আমার সন্তান, বৃদ্ধ বাবা ও শ্বশুর-শাশুড়ি রয়েছেন যাদের সর্বক্ষণ যেতে হচ্ছে এমন পরিস্থিতির মধ্য দিয়ে। আমার গোটা পরিবার ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights