আদালতে হাজিরা দেওয়ার আগে বিপাকে ট্রাম্প

রাষ্ট্রীয় গোপন নথি সরানো মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই ওই মামলায় হাজিরা দিতে তিনি ফ্লোরিডায় পৌঁছে গেছেন। কিন্তু আদালতে হাজিরার আগেই বিপাকে পড়লেন ট্রাম্প। কেননা, রিপাবলিকান এই নেতার দুই শীর্ষ অ্যাটর্নি (আইনজীবী) পদত্যাগ করেছেন।

মঙ্গলবার ট্রাম্পের হয়ে কোন আইনজীবী আদালতের যুক্তিতর্কে অংশ নেবেন, তা নিয়েই এখন আলোচনা চলছে। যোগ্য আইনজীবীকে হন্যে হয়ে খুঁজছে ট্রাম্পের আইন বিষয়ক পরামর্শদাতা দল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার আদালতে ট্রাম্পের হয়ে যুক্তিতর্কে অংশ নিতে পারেন তার অ্যাটর্নি টড ব্লাঞ্চ। তবে তিনি শেষ পর্যন্ত যুক্তিতর্কে অংশ নিবেন কি না, তা স্পষ্ট নয়।
গত সপ্তাহান্তে একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছে ট্রাম্পের দল। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার আদালতে ট্রাম্পের হয়ে কোন আইনজীবী যুক্তিতর্ক করবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সিএনএন-এর প্রতিবেদন বলছে, ফ্লোরিডার অনেক আইনজীবী নিজে থেকেই ট্রাম্প শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন। গত শুক্রবার ট্রাম্পের দুই শীর্ষ অ্যাটর্নি জিম ট্রাস্টি এবং জন রাওলি ইস্তফা দেন। তার পর ব্লাঞ্চকে এই মামলায় আইনজীবী হিসেবে নিযুক্ত করার কথা জানান ট্রাম্প। তবে মঙ্গলবার তিনি যুক্তিতর্কে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

বুধবার ট্রাম্পের জন্মদিন। তার আগের দিনই আদালতে হাজিরা দেবেন প্রাক্তন প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, হোয়াইট হাউস ছাড়ার সময়ে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংক্রান্ত, পরমাণু গবেষণা সংক্রান্ত প্রায় ১০০টি নথি নিজের ফ্লোরিডার বাড়িতে নিয়ে গেছেন ট্রাম্প। দেশের প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে দাখিল করা ৪৯ পাতার চার্জশিটের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। ট্রাম্পের বিরুদ্ধে যে ৩৭টি অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে ৩১টির মূল বিষয়ই হল, ‘ইচ্ছাকৃতভাবে দেশের গুরুত্বপূর্ণ এবং গোপন নথি নিজের কাছে’ রেখে দিয়েছেন তিনি। এই অভিযোগের পাল্টা সরব হয়েছেন ট্রাম্প। বিচারব্যবস্থাকে হাতিয়ার করে তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে, ট্রাম্পের কোর্টে হাজিরা আন্তর্জাতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হতে পারবেন কি না, তা এক প্রকার নিশ্চিত হবে এই শুনানিতে কী রায় হয় তার উপর। সূত্র: ওয়াশিংটন পোস্ট, এবিসিনিউজ, এমএসএনবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights